Wednesday, April 17, 2019

গুগল ফটোসের ছবি ও ভিডিও একত্রে ডাউনলোডের উপায়

অনলাইনে ছবি ও ভিডিও সংরক্ষণের জন্য গুগলফটোসের তুলনা নেই। এখানে আনলিমিটেড হাই রেজুলেশনের ছবি বিনামূল‌্যে সংরক্ষণ করা যায়। অনেক সময় আইডির পাসওয়ার্ড ভূলে যাওয়া ও আইডি হ্যাক বা হারিয়ে যাওয়ার মত ঘঠনা ঘটে।অ্যান্ড্রয়েডে ব্যাবহৃত বহুল এই এ্র্র্যাপে ছবি ও ভিডিও গুলো অফলাইনে রাখার প্রয়োজন হয়।এই টিপসে তুলে ধরা হলো ছবি ও ভিডিও একত্রে ডাউনলোডের উপায়
১। ১ম এই লিংক এ ক্লিক করতে হবে।pli=1https://takeout.google.com/settings/takeout?pli=1
২। তারপর  এ
ক্লিক করতে হবে
৩। এরপর ২ থেকে ১০ জিবি হলে .zipএবং ৫০ জিবি হলে .tazফাইল
৪। যদি tgz নির্বাচন করেন, তাহলে একটা ফাইলে ৫০ জিবি ফাইল সেইভ থাকবে। তাই এটি সিলেক্ট করাই ভালো হবে। ঝামেলা কম হবে।

Saturday, February 16, 2019

সহজভাবে বুটেবল USB ড্রাইভ তৈরি করুন

পিসি বা ল্যাপটপে উইন্ডোজ অথবা অন্যান্য অপারেটিং সিস্টেম ইন্সটল করতে হলে বাজার থেকে CD অথবা DVD কিনে অপারেটিং সিস্টেম ইন্সটল করতে হয়। তবে এক্সপার্ট ব্যাবহারকারীরা বুটেবল USB ড্রাইভ তৈরি করেন তারপর অপারেটিং সিস্টেম ইন্সটল করে থাকে।

CD অথবা DVD আর USB ড্রাইভ দিয়ে অপারেটিং সিস্টেম ইন্সটল করার মধ্য পার্থক্য আছে। CD অথবা DVD প্রতি সেকেন্ডে ২০ মেগাবাইট ডাটা ট্রান্সফার করতে পারে। USB ড্রাইভ প্রতি সেকেন্ডে 60 মেগাবাইট থেকে ২.৫ গিগাবাইট ডাটা ট্রান্সফার করার ক্ষমতা রয়েছে।তাহলে সহজেই বুঝতে পারছেন CD অথবা DVD থেকে USB ড্রাইভ দিয়ে অপারেটিং সিস্টেম ইন্সটল করতে কম সময় প্রয়োজন হবে।

আজ আপনাদেরকে ১ মেগাবাইটের এমন একটি সফটওয়্যারের সঙ্গে পরিচয় করে দিবো, যা আপনার USB ফ্লাশ ড্রাইভ ফরমেট করে বুটেবল USB ফ্লাশ ড্রাইভে পরিণত করতে সাহায্য করে। সফটওয়্যারটির নাম WinToBootic। সফটওয়্যারটি একবার ডাউনলোড হয়ে গেলে, এটি ব্যবহারের জন্য তৈরি।

প্রথমে নিচের লিংক থেকেWinToBootic ডাউনলোড করে নিন।ডাউনলোড হয়ে গেলে সফটওয়্যারটি ওপেন করে পিসি অথবা ল্যাপটপে USB ড্রাইভটি কানেক্ট করতে হবে।

নিচের 2টি ধাপের মাধ্যমে সহজ ভাবে বুটেবল USB ড্রাইভ তৈরি করা যাবে।

WinToBootic সফটওয়্যার ওপেন করার পর USB ড্রাইভ কানেক্ট করলে নিচের ছবির মতন দেখাবে।

১. এরপর WinToBootic এর সাহায্য ফরম্যাট করতে হবে।

২. এরপর Boot selection থেকে Disk or ISO image সিলেক্ট করতে হবে।
৩. Boot selection এর ডানদিকে SELECT বাটনে ক্লিক করে উইন্ডোজ অথবা অন্যান্য অপারেটিং সিস্টেম এর ISO image ফাইলটির          লোকেশন দেখিয়ে দিয়ে Open বাটনে ক্লিক করলে নিচের ছবির মতন দেখাবে।

৪.এরপর ১০০% হলে কাজ সেস।তারপর উইন্ডোজ সেটআপ দিবেন

কোন প্রকার সমস্যা হলে কমেন্ট করে জানান

Tuesday, February 5, 2019

ম‍্যাসেঞ্জার অফলাইনে রাখতে চান?

আমরা অনেক সময় অন্য কাজে ব্যস্ত থাকলেও ম‍্যাসেঞ্জারে সবুজ বাতি জ্বলে থাকে। এ কারণে অনেকেই ধরে নেয় যে আপনি ম‍্যাসেঞ্জার ব‍্যবহার করছেন।তাই অনেকেই না বুঝে আপনার গুরুত্বপূর্ণ কাজের সময় বার্তা পাঠিয়ে থাকেন। এই ঝামেলা থেকে মুক্তি পেতে ম‍্যাসেঞ্জারের ইনঅ‍্যাক্টিভ ফিচার ব্যবহার করা করতে পারেন ।
সম্প্রতি ফেইসবুক ম‍্যাসেঞ্জার অ‍্যাপে নতুন আপডেট রয়েছে। এতে অনেক ব‍্যবহারকারী অফলাইনে থাকার ইনঅ‍্যাক্টিভ ফিচারটি খুঁজে পাচ্ছেন না। তাদের কথা ভেবেই তৈরি করা হয়েছে আজকের এই টিউটোরিয়ালটি।

প্রথমে ম‍্যাসেঞ্জার অ‍্যাপটি চালু করতে হবে। এরপর অ‍্যাপের উপরের বাম পাশে থাকা নিজের প্রোফাইল ছবিতে ক্লিক করতে হবে। তারপর নতুন একটি পেইজ চালু হবে।
সেখানে ‘active status’ আইকনে ক্লিক করতে হবে। এতে নতুন একটি পেইজ চালু হবে।
সেখান থেকে ‘show when your are active’ অপশনটি আনচেক করে দিতে হবে। তাহলে ম‍্যাসেঞ্জারে অ‍্যাপটি চালু থাকলেও আপনাকে অফলাইনে দেখাবে।

Monday, February 4, 2019

জিমেইল থেকে ঝুঁকিপূর্ণ অ্যাপ বিদায় করবেন !

অনলাইনে বিভিন্ন সেবা বা অ‍্যাপ ব‍্যবহার করতে হলে প্রথমে নিবন্ধন করতে হয়। সহজে গ্রাহকের নিবন্ধনের জন্য জিমেইলের মাধ‍্যমে সাইন আপের সুবিধা অনেক সার্ভিস রাখা হয় । এতে মাত্র কয়েক ক্লিকে নিবন্ধন কাজ শেষে সেবাটি শুরু করা যায়। এর যেমন সুবিধা আছে, তেমনি অসুবিধাও রয়েছে । নিরাপত্তা ঝুঁকি নেই মনে করে অনেক সেবার জন্য অ্যাপে জিমেইল দিয়ে লগইন করা হয়।

কাজ শেষেও সেখানে নিবন্ধন বহাল থাকে এবং জিমেইলের সঙ্গে ওইসব অ্যাপ সংযুক্ত থাকে। এত সব অ‍্যাপ বা সেবার ভিড়ে হয়ত আপনি কোনো ভুয়া বা শুধু তথ‍্য সংগ্রহ করে এমন সেবা বা অ‍্যাপে জিমেইল দিয়ে লগইন করেছেন।

এমন প্রতারণার ফাঁদে পড়লে কিন্তু বিপদ। কেননা আপনার জিমেইলে ব্যাংক অ্যাকাউন্টসহ অতি গুরুত্বপূর্ণ তথ্য বেহাত হওয়ার আশংকা রয়ে যায়।তাই এখুনি যাচাই করে নিন আপনার জিমেইলে অপ্রয়োজনীয় কোন অ‍্যাপ বা সেবার এক্সেস আছে কিনা? যদি থাকে কিভাবে তা রিমুভ করবেন তা এ টিপসে তুলে ধরা হল।

প্রথমে এ ঠিকানায় গিয়ে জিমেইল আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। তারপর জিমেইলের ডান দিকে উপরে থাকা প্রোফাইল ছবির উপর ক্লিক করে ‘google account’ বাটনে ক্লিক করতে হবে। তাহলে নতুন একটি পেইজ চালু হবে। সেখান থেকে ‘Apps with account access’ বাটনে ক্লিক করলে আরো একটি পেইজ চালু হবে।

এরপর ‘ manage apps’ অপশনে ক্লিক করতে হবে। তাহলে যে যে অ‍্যাপ বা সার্ভিসে এ জিমেইল আইডি দিয়ে লগইন বা এক্সেস আছে সেই তালিকা দেখা যাবে। এ তালিকায় যদি এমন কোনো অ‍্যাপ বা সার্ভিস দেখেন, সেখানে জিমেইলের এক্সেস অপ্রয়োজনীয় তাহলে সেই অ‍্যাপের উপর মাউসের কার্সর রেখে ক্লিক করতে হবে।

সেখান থেকে ‘remove access’ বাটনে ক্লিক করতে হবে। তাহলে এ সেবা বা অ‍্যাপের সঙ্গে জিমেইল আর সংযুক্ত থাকবে না, আপনার আইডির এক্সেস বন্ধ হয়ে যাবে।  এতে নিরাপদ থাকবে আপনার জিমেইল আইডিটি।

আইফোনের স্ক্রিন রেকর্ড করার উপায়

দিন দিন স্মার্টফোনে গেইম খেলা জনপ্রিয় হচ্ছে। অনেকেই গেইম খেলার সময় তা রেকর্ড করে রাখতে চান। এ কাজের জন্য আলাদা কোনো ক্যামেরা দিয়ে স্মার্টফোনের স্ক্রিন ভিডিও করার প্রয়োজন নেই।চাইলে আইফোন ব‍্যবহারকারীরা কোন থার্ডপার্টি অ‍্যাপ ব‍্যবহার না করেই স্ক্রিন রেকর্ড করতে পারবেন মাত্র কয়েক ক্লিকে। কিভাবে কাজটি করতে হবে তা এই টিউটোরিয়ালে তুলে ধরা হল।প্রথমে আইফোনের সেটিং মেনুতে যেতে হবে।

এরপর ‘control centre’ অপশনে যেতে হবে। সেখান থেকে ‘customise controls’ ক্লিক করতে হবে।



নতুন একটি পেইজ চালু হবে। সেখান থেকে ‘more controls’ এ স্ক্রল করে ‘Screen Recording’ অপশনে পাশে থাকা সবুজ রঙের প্লাস আইকনে ক্লিক করতে হবে।



এবার ফোনের স্ক্রিনের নিচ থেকে উপরের সোয়াইপ করে কন্ট্রোল সেন্টার চালু করলে স্ক্রিন রেকর্ডের একটি গোলাকার নতুন আইকন দেখা যাবে।তারপর এই আইকনটিতে ক্লিক করলে স্ক্রিন রেকর্ড শুরু হবে।

স্ক্রিন রেকর্ড শেষ হলে কন্ট্রোল সেন্টার থেকে ‘স্ক্রিন রেকর্ড’ আইকন ক্লিক করতে হবে। তাহলে স্ক্রিন রেকর্ড বন্ধ হবে।আপনার রেকর্ড করা ভিডিও ফটোস অ‍্যাপে খুঁজে পাবেন।

করাপ্ট ফাইল/ছবি রিপেয়ার করবেন কিভাবে ?


লোড-শেডিং অথবা, অন্যান্য সমস্যার জন্য আমাদের অনেক সময় দারকারি ডকুমেন্ট অথবা, ছবি-ট্রান্সফার করাপ্ট হয়ে যায়। অনেক সময় আবারো নতুন করে কাজ শুরু করতে হয়।

তাই আপনাদের মাঝে শেয়ার করব একটি ফ্রী সফটওয়্যার কাজ যা এই সমস্যার কিছুটা হলে ও আপনাকে সমাধান দিবেঃ

ডাউনলোড লিঙ্ক                       


File Repair সফটওয়্যারটি ব্যাবহার করে আপনারা প্রায় সব ধরণের ফাইল রিপিয়ার করতে পারবেন। যেমনঃ .doc, .docx, .docm, .rtf, .xls, .xla, .xlsx, .zip, .rar, .avi, .mp4, .mov, .flv, .wmv, .asf, .mpg, .jpg, .jpeg, .gif, .tiff, .bmp, .png, .pdf, .mdb, .mde, .accdb, .accde, .ppt, .pps, .pptx, .mp3, .wav.

আশা করি, এই সফটওয়্যারটি অনেকের উপকারে আসবে।

Thursday, January 31, 2019

পিসিতে স্ক্রিন শর্ট নিন সফটওয়্যার ছাড়াই

আজকে আমি দেখাবো কিভাবে আপনার Computer তে Screenshot নিবেন কোনো প্রকার Softwere ছাড়া। শুধু মাত্র দুইটি উপাইয়ে চলুন কাজে করি। কাজ টা খুব সহজ  করতে পারি ।  screenshot দিলাম

১ উপায়= প্রথমে  keybord তে prtscrsysrq এই লেখা তে Click করুন। এখন  Start মেনুতে যান এবং paint তে গিয়ে  ctrl+v চাপ দিন এবং Screenshot Save করুন।

২য় উপায় = Start মেনুতে যান Snipping Tools click  করুন ও আপনার  পছন্দের মতো screenshot নিন ও save করুন।