অনলাইনে ছবি ও ভিডিও সংরক্ষণের জন্য গুগলফটোসের তুলনা নেই। এখানে আনলিমিটেড হাই রেজুলেশনের ছবি বিনামূল্যে সংরক্ষণ করা যায়। অনেক সময় আইডির পাসওয়ার্ড ভূলে যাওয়া ও আইডি হ্যাক বা হারিয়ে যাওয়ার মত ঘঠনা ঘটে।অ্যান্ড্রয়েডে ব্যাবহৃত বহুল এই এ্র্র্যাপে ছবি ও ভিডিও গুলো অফলাইনে রাখার প্রয়োজন হয়।এই টিপসে তুলে ধরা হলো ছবি ও ভিডিও একত্রে ডাউনলোডের উপায়
১। ১ম এই লিংক এ ক্লিক করতে হবে।pli=1https://takeout.google.com/settings/takeout?pli=1
২। তারপর এ
ক্লিক করতে হবে
৩। এরপর ২ থেকে ১০ জিবি হলে .zipএবং ৫০ জিবি হলে .tazফাইল
৪। যদি tgz নির্বাচন করেন, তাহলে একটা ফাইলে ৫০ জিবি ফাইল সেইভ থাকবে। তাই এটি সিলেক্ট করাই ভালো হবে। ঝামেলা কম হবে।
No comments:
Post a Comment