Monday, February 4, 2019

আইফোনের স্ক্রিন রেকর্ড করার উপায়

দিন দিন স্মার্টফোনে গেইম খেলা জনপ্রিয় হচ্ছে। অনেকেই গেইম খেলার সময় তা রেকর্ড করে রাখতে চান। এ কাজের জন্য আলাদা কোনো ক্যামেরা দিয়ে স্মার্টফোনের স্ক্রিন ভিডিও করার প্রয়োজন নেই।চাইলে আইফোন ব‍্যবহারকারীরা কোন থার্ডপার্টি অ‍্যাপ ব‍্যবহার না করেই স্ক্রিন রেকর্ড করতে পারবেন মাত্র কয়েক ক্লিকে। কিভাবে কাজটি করতে হবে তা এই টিউটোরিয়ালে তুলে ধরা হল।প্রথমে আইফোনের সেটিং মেনুতে যেতে হবে।

এরপর ‘control centre’ অপশনে যেতে হবে। সেখান থেকে ‘customise controls’ ক্লিক করতে হবে।



নতুন একটি পেইজ চালু হবে। সেখান থেকে ‘more controls’ এ স্ক্রল করে ‘Screen Recording’ অপশনে পাশে থাকা সবুজ রঙের প্লাস আইকনে ক্লিক করতে হবে।



এবার ফোনের স্ক্রিনের নিচ থেকে উপরের সোয়াইপ করে কন্ট্রোল সেন্টার চালু করলে স্ক্রিন রেকর্ডের একটি গোলাকার নতুন আইকন দেখা যাবে।তারপর এই আইকনটিতে ক্লিক করলে স্ক্রিন রেকর্ড শুরু হবে।

স্ক্রিন রেকর্ড শেষ হলে কন্ট্রোল সেন্টার থেকে ‘স্ক্রিন রেকর্ড’ আইকন ক্লিক করতে হবে। তাহলে স্ক্রিন রেকর্ড বন্ধ হবে।আপনার রেকর্ড করা ভিডিও ফটোস অ‍্যাপে খুঁজে পাবেন।

No comments:

Post a Comment