CD অথবা DVD আর USB ড্রাইভ দিয়ে অপারেটিং সিস্টেম ইন্সটল করার মধ্য পার্থক্য আছে। CD অথবা DVD প্রতি সেকেন্ডে ২০ মেগাবাইট ডাটা ট্রান্সফার করতে পারে। USB ড্রাইভ প্রতি সেকেন্ডে 60 মেগাবাইট থেকে ২.৫ গিগাবাইট ডাটা ট্রান্সফার করার ক্ষমতা রয়েছে।তাহলে সহজেই বুঝতে পারছেন CD অথবা DVD থেকে USB ড্রাইভ দিয়ে অপারেটিং সিস্টেম ইন্সটল করতে কম সময় প্রয়োজন হবে।
আজ আপনাদেরকে ১ মেগাবাইটের এমন একটি সফটওয়্যারের সঙ্গে পরিচয় করে দিবো, যা আপনার USB ফ্লাশ ড্রাইভ ফরমেট করে বুটেবল USB ফ্লাশ ড্রাইভে পরিণত করতে সাহায্য করে। সফটওয়্যারটির নাম WinToBootic। সফটওয়্যারটি একবার ডাউনলোড হয়ে গেলে, এটি ব্যবহারের জন্য তৈরি।
প্রথমে নিচের লিংক থেকেWinToBootic ডাউনলোড করে নিন।ডাউনলোড হয়ে গেলে সফটওয়্যারটি ওপেন করে পিসি অথবা ল্যাপটপে USB ড্রাইভটি কানেক্ট করতে হবে।
নিচের 2টি ধাপের মাধ্যমে সহজ ভাবে বুটেবল USB ড্রাইভ তৈরি করা যাবে।
WinToBootic সফটওয়্যার ওপেন করার পর USB ড্রাইভ কানেক্ট করলে নিচের ছবির মতন দেখাবে।
১. এরপর WinToBootic এর সাহায্য ফরম্যাট করতে হবে।
২. এরপর Boot selection থেকে Disk or ISO image সিলেক্ট করতে হবে।
৩. Boot selection এর ডানদিকে SELECT বাটনে ক্লিক করে উইন্ডোজ অথবা অন্যান্য অপারেটিং সিস্টেম এর ISO image ফাইলটির লোকেশন দেখিয়ে দিয়ে Open বাটনে ক্লিক করলে নিচের ছবির মতন দেখাবে।
৪.এরপর ১০০% হলে কাজ সেস।তারপর উইন্ডোজ সেটআপ দিবেন
কোন প্রকার সমস্যা হলে কমেন্ট করে জানান





